ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্টার স্পোর্টসের বর্ষসেরা টেস্ট দলে নেই কোহলি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৩ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দলে জায়গা হয়নি ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির। আর কোহলিকে টেস্টের টিম অব দ্য ইয়ারে না দেখে বেশ অবাকই হয়েছেন ভক্ত-বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে ব্যাটিং অর্ডার ও কম্বিনেশন অনুযায়ী বর্ষসেরা টেস্ট দল বেছে নেয় স্টার স্পোর্টস। সেই দলে তিনজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেলেও নাম নেই কোহলির।

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। চার নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাঁচে আছেন অজি তারকা ট্রাভিস হেড। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টোকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। সাতে ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আটে জায়গা পেয়েছেন তারকা স্পিনার রবিচন্দন অশ্বিন। আর তিন পেসার হিসেবে আছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টুয়ার্ট ব্রড।

কোহলির বাদ পড়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা। কেননা ২০২৩ সালে টেস্টে কোহলির ব্যাটিং গড় প্রায় ৫৫। নেটিজেনদের একাংশের দাবি, কোহলিকে ছাড়া ২০২৩-এর বর্ষসেরা টেস্ট দল হতে পারে না।

স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), রবিচন্দন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ও স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।

নিউজটি শেয়ার করুন

স্টার স্পোর্টসের বর্ষসেরা টেস্ট দলে নেই কোহলি

আপডেট সময় : ০৬:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

২০২৩ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দলে জায়গা হয়নি ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির। আর কোহলিকে টেস্টের টিম অব দ্য ইয়ারে না দেখে বেশ অবাকই হয়েছেন ভক্ত-বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে ব্যাটিং অর্ডার ও কম্বিনেশন অনুযায়ী বর্ষসেরা টেস্ট দল বেছে নেয় স্টার স্পোর্টস। সেই দলে তিনজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেলেও নাম নেই কোহলির।

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। চার নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাঁচে আছেন অজি তারকা ট্রাভিস হেড। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টোকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। সাতে ভারতের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আটে জায়গা পেয়েছেন তারকা স্পিনার রবিচন্দন অশ্বিন। আর তিন পেসার হিসেবে আছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টুয়ার্ট ব্রড।

কোহলির বাদ পড়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা। কেননা ২০২৩ সালে টেস্টে কোহলির ব্যাটিং গড় প্রায় ৫৫। নেটিজেনদের একাংশের দাবি, কোহলিকে ছাড়া ২০২৩-এর বর্ষসেরা টেস্ট দল হতে পারে না।

স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), রবিচন্দন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ও স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।