মাঠের পারফরম্যান্সে দারুণ সময় পার করছে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতারে স্বপ্নভঙ্গের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেন তিনি। ৩৮ বছর বয়সে সেখানে নিজের দাপট দেখাচ্ছেন এই তারকা ফুটবলার।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল ইত্তিহাদকে ৫-২ গোলে হারিয়েছে আল নাসর। সেই ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন রোনালদো। আর তাতেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ বছর ৫৩টি গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর পর ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স মিলিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। দুজনই করেছেন ৫২টি করে গোল। তালিকার চারে রয়েছেন ম্যানচেস্টার সিটির আরলিং হালান্ড, তিনি করেছেন ৫০ গোল। তালিকার সেরা চারেও জায়গা হয়নি বিশ্বকাপজয়ী লিওনেল মেসির।
এদিকে, রোনালদোর এমন অর্জনে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে আল নাসর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে তারা লিখেছে, ‘আল নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইত্তিহাদের বিপক্ষে নিজের ৫৩তম গোলটি তুলে নিয়ে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন। তিনি পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে, যারা ৫২টি করে গোল করেছেন।’
উল্লেখ্য, চলতি বছর আরও একটি ম্যাচে মাঠে নামবেন রোনালদো। ফলে তার সামনে গোল সংখ্যাকে ৫৩ থেকে আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।