০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারত ন্যায় যাত্রা’ শুরুর ঘোষণা রাহুল গান্ধীর

ভারত জোড়ো যাত্রার পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’ শুরুর ঘোষণা দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ১৪ জানুয়ারি উত্তর-পূর্ব রাজ্য মণিপুর থেকে তিনি এ যাত্রা শুরু করেবন। যাত্রাটি মুম্বাইয়ে গিয়ে শেষ হবে ২০ মার্চে। আজ বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এ ঘোষণা দে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলন করেছে ভারতীয় কংগ্রেস পার্টি। সেখানে দলটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, গত ২১ ডিসেম্বর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা সম্পর্কে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাহুল গান্ধী ‘ভারত জড়ো’ যাত্রার আদলে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ‘ভারত ন্যায় যাত্রা’ করবেন।

রাহুল গান্ধী ৬৫ দিনের দীর্ঘ এ পদযাত্রায় ১৪টি রাজ্য, ৮৫টি জেলা ও ৬ হাজার ২০০ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভারত ন্যায় যাত্রার অন্তভূক্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র।

কে সি ভেনুগোপাল বলেন, ‘এই যাত্রায় রাহুল গান্ধী যুবক, তরুণ, নারী ও প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাদের অভিযোগ অনুযোগ শুনবে।

এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জড়ো যাত্রা শুরু করেছিলেন। সেই সময় তিনি ১৫০ দিন পায়ে হেঁটে সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। তাঁর ভারত জড়ো যাত্রা সাধারণ মানুষকে বেশ উজ্জীবীত করেছিল। জনপ্রিয়তা বেড়েছিল রাহুল গান্ধী ও কংগ্রেসের। সে সব দিক বিবেচনায় নিয়ে গত ২১ ডিসেম্বরের বৈঠকে দলের কার্যনির্বাহী কমিটির সদস্যরা রাহুলকে অনুরূপ একটি যাত্রার আহ্বান জানান। তখন রাহুল গান্ধী বলেন, দল যা চাইবে, তিনি তাই করবেন।

‘ভারত ন্যায় যাত্রা’ শুরুর ঘোষণা রাহুল গান্ধীর

আপডেট : ০৭:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

ভারত জোড়ো যাত্রার পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’ শুরুর ঘোষণা দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ১৪ জানুয়ারি উত্তর-পূর্ব রাজ্য মণিপুর থেকে তিনি এ যাত্রা শুরু করেবন। যাত্রাটি মুম্বাইয়ে গিয়ে শেষ হবে ২০ মার্চে। আজ বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এ ঘোষণা দে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলন করেছে ভারতীয় কংগ্রেস পার্টি। সেখানে দলটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, গত ২১ ডিসেম্বর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা সম্পর্কে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাহুল গান্ধী ‘ভারত জড়ো’ যাত্রার আদলে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ‘ভারত ন্যায় যাত্রা’ করবেন।

রাহুল গান্ধী ৬৫ দিনের দীর্ঘ এ পদযাত্রায় ১৪টি রাজ্য, ৮৫টি জেলা ও ৬ হাজার ২০০ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

ভারত ন্যায় যাত্রার অন্তভূক্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র।

কে সি ভেনুগোপাল বলেন, ‘এই যাত্রায় রাহুল গান্ধী যুবক, তরুণ, নারী ও প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাদের অভিযোগ অনুযোগ শুনবে।

এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জড়ো যাত্রা শুরু করেছিলেন। সেই সময় তিনি ১৫০ দিন পায়ে হেঁটে সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। তাঁর ভারত জড়ো যাত্রা সাধারণ মানুষকে বেশ উজ্জীবীত করেছিল। জনপ্রিয়তা বেড়েছিল রাহুল গান্ধী ও কংগ্রেসের। সে সব দিক বিবেচনায় নিয়ে গত ২১ ডিসেম্বরের বৈঠকে দলের কার্যনির্বাহী কমিটির সদস্যরা রাহুলকে অনুরূপ একটি যাত্রার আহ্বান জানান। তখন রাহুল গান্ধী বলেন, দল যা চাইবে, তিনি তাই করবেন।