স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই : ড. আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ০৬:০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ৪২৩ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করেছেন। দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করেছে। বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।’
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নির্বাচনি ইশতেহার-২০২৪ ঘোষণা করবেন।