ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কক্সবাজারে বাস–পিকআপের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে বাস ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং এলাকার কলাতলী এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে একটি পিকনিকের বাস জাকির ট্রাভেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। বাসটি কক্সবাজারের দিকে, আর পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং এলাকার কলাতলী এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বাস–পিকআপের সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় : ০৪:৫৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

কক্সবাজারে বাস ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং এলাকার কলাতলী এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে একটি পিকনিকের বাস জাকির ট্রাভেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। বাসটি কক্সবাজারের দিকে, আর পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং এলাকার কলাতলী এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।