ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত সরকার: পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক। তবে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে আলোচনাকালে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, আমরা সবচেয়ে খারাপটা চিন্তা করব কেন? আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন প্রতিশ্রুতি কথা; প্রধানমন্ত্রী বলেছেন। নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরাও আশা করছি, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেজন্য আমরা সবাই কাজ করছি।

পররাষ্ট্র সচিব বলেন, মার্কিন ভিসানীতিকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছি না আমরা। গেল কয়েক বছরের উন্নয়নের ধারাবাহিকতায় বহুদূর এগিয়েছে বাংলাদেশ। দাতাগ্রহীতা দেশের তালিকা থেকে বেরিয়ে অংশীদারত্বের পথে হাঁটছে অনেকের সঙ্গে।

নিষেধাজ্ঞা এলে সরকারের দিক থেকে প্রস্তুতি নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, প্রত্যেকটা দেশে তাদের সার্বভৌমত্বের ব্যাপার রয়েছে। আমরা সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্বাগত জানিয়েছি। তারা নির্বাচন প্রক্রিয়া দেখবে, সবকিছু দেখবে। কমনওয়েলথ থেকে বড় একটা টিম আসছে। শহরে এনডিআই, আইআরআই টিম রয়েছে, ইইউর টিম রয়েছে। এছাড়া আরও অনেক পর্যবেক্ষক আসবে। আমরা আশা করছি, উৎসবুখর পরিবেশে নির্বাচন হবে।

মাসুদ বিন মোমেন বলেন, আপাতত বাংলাদেশের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। কোন দেশ কী ভাবলো, কী করলো তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এছাড়াও আগামীতে বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

নিউজটি শেয়ার করুন

নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত সরকার: পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৩:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক। তবে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে আলোচনাকালে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রসচিব বলেন, আমরা সবচেয়ে খারাপটা চিন্তা করব কেন? আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন প্রতিশ্রুতি কথা; প্রধানমন্ত্রী বলেছেন। নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরাও আশা করছি, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেজন্য আমরা সবাই কাজ করছি।

পররাষ্ট্র সচিব বলেন, মার্কিন ভিসানীতিকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছি না আমরা। গেল কয়েক বছরের উন্নয়নের ধারাবাহিকতায় বহুদূর এগিয়েছে বাংলাদেশ। দাতাগ্রহীতা দেশের তালিকা থেকে বেরিয়ে অংশীদারত্বের পথে হাঁটছে অনেকের সঙ্গে।

নিষেধাজ্ঞা এলে সরকারের দিক থেকে প্রস্তুতি নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, প্রত্যেকটা দেশে তাদের সার্বভৌমত্বের ব্যাপার রয়েছে। আমরা সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্বাগত জানিয়েছি। তারা নির্বাচন প্রক্রিয়া দেখবে, সবকিছু দেখবে। কমনওয়েলথ থেকে বড় একটা টিম আসছে। শহরে এনডিআই, আইআরআই টিম রয়েছে, ইইউর টিম রয়েছে। এছাড়া আরও অনেক পর্যবেক্ষক আসবে। আমরা আশা করছি, উৎসবুখর পরিবেশে নির্বাচন হবে।

মাসুদ বিন মোমেন বলেন, আপাতত বাংলাদেশের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। কোন দেশ কী ভাবলো, কী করলো তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এছাড়াও আগামীতে বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র সচিব।