ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার করা হবে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৮শে অক্টোবর সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তারা পার পাবে না, তাদের খুঁজে বের করে বিচার করা হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন হামলার শিকার হন সাংবাদিকরা। এতে কিছু সাংবাদিক আহত হন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান তারা।

এসসময় শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা; এটার নিন্দা করার ভাষা আমার নেই। এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে; সেটা হবে না।

তিনি বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। সব কয়টাকে শাস্তি দেয়া হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।

সারাদেশে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে নৌকার কর্মীরা। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদসহ অনেকে এই অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমরা শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই লক্ষ্যে সব নির্বাচনী সহিংসতা প্রতিরোধ করা হবে। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার করা হবে’

আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৮শে অক্টোবর সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তারা পার পাবে না, তাদের খুঁজে বের করে বিচার করা হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন হামলার শিকার হন সাংবাদিকরা। এতে কিছু সাংবাদিক আহত হন। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যান তারা।

এসসময় শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের টার্গেটে করে মারা, তাদের জীবন নিয়ে নেয়ার মতো অবস্থা সৃষ্টি করা; এটার নিন্দা করার ভাষা আমার নেই। এই সমস্ত ঘটনা যারা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে; সেটা হবে না।

তিনি বলেন, ছবি ও ফুটেজ দেখে দেখে প্রত্যেককে খুঁজে বের করা হবে। সবাইকে শনাক্ত করা হবে। সব কয়টাকে শাস্তি দেয়া হবে। যারা হামলা করেছে, তাদের একজনও ছাড় পাবে না। আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।

সারাদেশে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে নৌকার কর্মীরা। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদসহ অনেকে এই অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমরা শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই লক্ষ্যে সব নির্বাচনী সহিংসতা প্রতিরোধ করা হবে। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।