৩০ ডিসেম্বর গোপালগঞ্জে জনসভা করবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৪১৩ বার পড়া হয়েছে
আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা দু’টিতে যোগ দিয়ে নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় সাজসাজ রব বিরাজ করছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে লক্ষ্যে ৩০ ডিসেম্বর এ দুই উপজেলায় নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি।
এরই ধারাবাহিকতায় বরিশালের জনসভা শেষে করে ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। পরদিন ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা করবেন। এদিন সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ও দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন তিনি। ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কোটালীপাড়ায় এর আগে জনসভা করলেও টুঙ্গিপাড়ায় ২০০১ সালের পর এবারই নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে ইতোমধ্যেই জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর চাচা ও শেখ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিয়ে শেখ হাসিনাকে সংসদ সদস্য নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাতে অধীর আগ্রহে রয়েছে ভোটাররা। ফলে সরকারপ্রধানের এ সফরে ঘরের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখেতে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনসভায় যোগ দেবে। এসব সভায় লক্ষাধিক মানুষ যোগ দেবেন। সেজন্য জেলা ছাত্রলীগ প্রচার-প্রচারণা চালিয়েছে।
টু্ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ৩০ ডিসেম্বর সকালে টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা ধারণা করছি।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ইতোমধ্যে আমরা প্রস্তুতি সভা করেছি। জনসভাস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়া নবরূপে সেজেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটালীপাড়াবাসী।
সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর চাচা ও শেখ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন বলেন, দুই স্থানে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করা হয়েছে। জনসভাস্থলের সকল কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সকল কাজ সম্পন্ন হয়েছে। আমরা মনে করছি, এ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে। এ মাঠে ধারণ ক্ষমতার বাইরেও মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসবে।
উল্লেখ্য, এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮৬ সাল থেকে নির্বাচন করছেন। তিনি এ পর্যন্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে ভোট করছেন।