বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০২:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচনকে পাতানো উল্লেখ করে ভোট সর্বাত্মকভাবে বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীতে লিফলেট ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, এই নির্বাচনে জনগনের মত প্রকাশের সুযোগ নেই। বিরোধী দলের আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে আরও দুইদিন গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে ৬ষ্ঠ দিনের মতো ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। নির্বাচন ঘনিয়ে আসায় রাজপথে নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় গণসংযোগে নামেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম। আর মতিঝিল এলাকায় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে বিএনপি নেতা ইশরাক হোসেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে দোকান-পাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভোট প্রতিহত করতে জনমত তৈরি করছেন তারা।
একইস্থানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে লিফলেট বিতরণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আগামী শুক্রবার ও শনিবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।