ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দর বৃদ্ধি স্বর্ণের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে ২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ। গত ৩ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ২০২৪ সালের শুরুতে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে বুলিয়ন বাজার চাঙা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৬৯ ডলার ৮০ সেন্টে। সবমিলিয়ে চলতি বছর বেঞ্চমার্কটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১৪ শতাংশ। বার্ষিক ভিত্তিতে ২০২০ সালের পর তা সবচেয়ে বেশি।

আলোচ্য কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৯ ডলার ১০ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, মনে হচ্ছে; স্বর্ণের দর এই স্তরে থেকেই ২০২৩ সাল শেষ করবে। আগামী বছর নিরাপদ আশ্রয় ধাতুটির দামে উত্থানে ফেডের সুদের হার হ্রাস মূল্য অনঘটক হিসেবে কাজ করবে।

বিশ্লেষকরা বলছেন, নতুন বছরের মার্চে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ। কারণ, ইতোমধ্যে মার্কিন মুলুকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এরই মধ্যে যা ৩ শতাংশের নিচে নেমে এসছে। যেখানে তাদের লক্ষ্য ২ শতাংশে রাখা।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দর বৃদ্ধি স্বর্ণের

আপডেট সময় : ১২:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক বাজারে ২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ। গত ৩ বছরের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ২০২৪ সালের শুরুতে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে বুলিয়ন বাজার চাঙা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০৬৯ ডলার ৮০ সেন্টে। সবমিলিয়ে চলতি বছর বেঞ্চমার্কটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে ১৪ শতাংশ। বার্ষিক ভিত্তিতে ২০২০ সালের পর তা সবচেয়ে বেশি।

আলোচ্য কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৭৯ ডলার ১০ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেন, মনে হচ্ছে; স্বর্ণের দর এই স্তরে থেকেই ২০২৩ সাল শেষ করবে। আগামী বছর নিরাপদ আশ্রয় ধাতুটির দামে উত্থানে ফেডের সুদের হার হ্রাস মূল্য অনঘটক হিসেবে কাজ করবে।

বিশ্লেষকরা বলছেন, নতুন বছরের মার্চে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ। কারণ, ইতোমধ্যে মার্কিন মুলুকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এরই মধ্যে যা ৩ শতাংশের নিচে নেমে এসছে। যেখানে তাদের লক্ষ্য ২ শতাংশে রাখা।