ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৪ সালের সূচি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর মাত্র দুই দিনের অপেক্ষা, এরপরই মহাকালের আবর্তে বিলীন হবে ২০২৩ সাল। বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতে মাঠের ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে ২০২৪। এক নজরে জেনে নেওয়া যাক আসন্ন বছরে যেসব সিরিজ খেলবে বাংলাদেশ।

নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। আগামী ১৯ জানুয়ারি পর্দা ওঠার কথা রয়েছে জনপ্রিয় এই টুর্নামেন্টটির। আর পহেলা মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

বিপিএলের পর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এর পরের মাসেই ঘরে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এই সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি আছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না।

এরপরই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়বে বাংলাদেশ। আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। মূলত র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি এই মেগা আসরে অংশ নিচ্ছে শান্তরা।

বিশ্বকাপের পর জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। পাশাপাশি আফগানদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। এ সিরিজটি হতে পারে আরব আমিরাতে। আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে আপাতত সেখানেই ম্যাচ খেলে তারা।

আফগানিস্তানের পর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তানের মাটিতে শুধুমাত্র দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নেই।

পাকিস্তান সফর শেষে সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করবে বাংলাদেশ। এ সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। তবে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে শুধুমাত্র দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সীমিত ওভারের কোনো ম্যাচ নেই। আর বছরের শেষ অ্যাসাইনমেন্ট হিসিবে নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এ সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচখেলবে দুই দল। তাছাড়া দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও আছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৪ সালের সূচি

আপডেট সময় : ০৭:১৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

আর মাত্র দুই দিনের অপেক্ষা, এরপরই মহাকালের আবর্তে বিলীন হবে ২০২৩ সাল। বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতে মাঠের ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে ২০২৪। এক নজরে জেনে নেওয়া যাক আসন্ন বছরে যেসব সিরিজ খেলবে বাংলাদেশ।

নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। আগামী ১৯ জানুয়ারি পর্দা ওঠার কথা রয়েছে জনপ্রিয় এই টুর্নামেন্টটির। আর পহেলা মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

বিপিএলের পর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

এর পরের মাসেই ঘরে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এই সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি আছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ থাকছে না।

এরপরই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়বে বাংলাদেশ। আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। মূলত র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি এই মেগা আসরে অংশ নিচ্ছে শান্তরা।

বিশ্বকাপের পর জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। পাশাপাশি আফগানদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। এ সিরিজটি হতে পারে আরব আমিরাতে। আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে আপাতত সেখানেই ম্যাচ খেলে তারা।

আফগানিস্তানের পর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। পাকিস্তানের মাটিতে শুধুমাত্র দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নেই।

পাকিস্তান সফর শেষে সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করবে বাংলাদেশ। এ সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা। তবে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই।

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠের এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে শুধুমাত্র দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সীমিত ওভারের কোনো ম্যাচ নেই। আর বছরের শেষ অ্যাসাইনমেন্ট হিসিবে নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। এ সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচখেলবে দুই দল। তাছাড়া দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও আছে।