বিএনপি ভুল পথে চলছে : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সব দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক। বাংলাদেশ আফগানিস্তান নয়, কাজেই দুয়েকটি দেশের হুমকি-ধমকিতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। অন্যদিকে বিএনপি হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিএনপি ভুল পথে চলছে উল্লেখ করে তার কামনা- আল্লাহ তাদের হেদায়েত করুক।
সিলেট নগরীতে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আর বিএনপি করছে চোরাগুপ্তা হামলা। দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে তারা। বিএনপির অসহযোগ আন্দোলনকে দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ। বিশ্বের ৩৩ তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। পররাষ্ট্রমন্ত্রীর প্রচারণার সময় সিলেট আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন-ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।