ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রাফাহ এলাকায় একটি আবাসিক ভবনে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আবাসিক ভবনটি ছিল কুওয়াইতি হাসপাতালের কাছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে কখন এই হামলা চালানো হয়েছে তা উল্লেখ করেনি আল জাজিরা। এ দিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ৫৫ জন আহত হয়েছে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আল কিদরা।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গাজার খান ইউনিস এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৮জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৩জন নিহত ও ৬জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।
আল জাজিরা অপর এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় ২১০ জন নিহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ২১ হাজার ৩২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ হাজার ৬০৩ জন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে। এ ছাড়া হামাস বাহিনী ২৪২জনকে জিম্মি করে নিয়ে গেছে।