ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা : ওবায়দুল কাদের

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পান না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ আমাদের শক্তি। কারও হুমকি-ধামকিতে শেখ হাসিনা ও শেখ রেহেনা মাথানত করে না। আগামী ৭ জানুয়ারি খেলা, বিপুল ভোটে খেলা হবে। বিএনপি কোথায়? পালিয়ে গেছে। তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লালকার্ড পেয়ে পালিয়ে গেছে।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দফা সরকার হঠাও। তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, তা আগুন সন্ত্রাস। ৩২ দলের ২৮ দফাও ভুয়া। বিএনপির একদফা পল্টনের খাদে। তারা ভুয়া, ভুয়া। ৩২ দল ও বিএনপির আন্দোলন ভুয়া। খেলা হবে, খেলা হবে। জোরদার খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহার ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—অতীতে যদি কোনো ভুল করে থাকি, সামনে সে ভুল সংশোধন করব। তবে, ক্ষমতার দাপটে নেতারা তা স্বীকার করে না, কিন্তু শেখ হাসিনা স্বীকার করেছেন। এখানে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। তার হাতে বিজয়ের লাল সূর্য পতাকা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লক্ষ্যে পৌঁছাব।’

জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা : ওবায়দুল কাদের

আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পান না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ আমাদের শক্তি। কারও হুমকি-ধামকিতে শেখ হাসিনা ও শেখ রেহেনা মাথানত করে না। আগামী ৭ জানুয়ারি খেলা, বিপুল ভোটে খেলা হবে। বিএনপি কোথায়? পালিয়ে গেছে। তো কার সঙ্গে খেলব? ১৮৯৬ জন এখনো খেলবার জন্য প্রস্তুত। বিএনপি ফাউল করে লালকার্ড পেয়ে পালিয়ে গেছে।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দফা সরকার হঠাও। তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, তা আগুন সন্ত্রাস। ৩২ দলের ২৮ দফাও ভুয়া। বিএনপির একদফা পল্টনের খাদে। তারা ভুয়া, ভুয়া। ৩২ দল ও বিএনপির আন্দোলন ভুয়া। খেলা হবে, খেলা হবে। জোরদার খেলা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহার ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—অতীতে যদি কোনো ভুল করে থাকি, সামনে সে ভুল সংশোধন করব। তবে, ক্ষমতার দাপটে নেতারা তা স্বীকার করে না, কিন্তু শেখ হাসিনা স্বীকার করেছেন। এখানে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। তার হাতে বিজয়ের লাল সূর্য পতাকা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লক্ষ্যে পৌঁছাব।’

জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।