ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক নৌপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন। শুক্রবার (২৯শেডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে অব্যাহতি দিয়েছিল চীন। এরপর থেকেই পদটি ফাঁকা পড়ে ছিল। পরে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির একটি স্ট্যান্ডিং বৈঠকে ডং জুনকে প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সেপ্টেম্বরের প্রথম থেকেই কোথাও প্রকাশ্যে দেখা যায়নি চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ল শাংফুকে। তার ভাগ্যে ঠিক কী ঘটেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এর আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংও ঠিক একইভাবে নিখোঁজ ছিলেন। পরে তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গুঞ্জন রয়েছে, সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে নতুনদের নিয়োগ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তারপর থেকেই জেনারেল লি শাংফুকে আর জনসম্মুখে দেখা যায়নি।

সবশেষ গত আগস্টে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন লি শাংফু। ওই সম্মেলনের ঠিক দুদিন পরে তার কয়েকটি ছবি প্রকাশ করে বেলারুশ সরকার। সেখানে দেখা যায়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করছেন লি শাংফু।

নিউজটি শেয়ার করুন

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক নৌপ্রধান

আপডেট সময় : ০৬:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

চীনের নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন। শুক্রবার (২৯শেডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে নিখোঁজ প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে অব্যাহতি দিয়েছিল চীন। এরপর থেকেই পদটি ফাঁকা পড়ে ছিল। পরে দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির একটি স্ট্যান্ডিং বৈঠকে ডং জুনকে প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সেপ্টেম্বরের প্রথম থেকেই কোথাও প্রকাশ্যে দেখা যায়নি চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ল শাংফুকে। তার ভাগ্যে ঠিক কী ঘটেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এর আগে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংও ঠিক একইভাবে নিখোঁজ ছিলেন। পরে তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গুঞ্জন রয়েছে, সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে নতুনদের নিয়োগ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তারপর থেকেই জেনারেল লি শাংফুকে আর জনসম্মুখে দেখা যায়নি।

সবশেষ গত আগস্টে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন লি শাংফু। ওই সম্মেলনের ঠিক দুদিন পরে তার কয়েকটি ছবি প্রকাশ করে বেলারুশ সরকার। সেখানে দেখা যায়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করছেন লি শাংফু।