ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি নেতা আলাল-নিরবের ৩ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দশ বছর আগে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ বিএনপি-জামাতের আটজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে বিচারক।

আজ (রোববার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই ধারায় তাদেরকে এ সাজা দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম।

২০১৩ সালের ডিসেম্বরে ধানমন্ডি থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা আলাল-নিরবের ৩ বছরের জেল

আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

দশ বছর আগে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ বিএনপি-জামাতের আটজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছে বিচারক।

আজ (রোববার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই ধারায় তাদেরকে এ সাজা দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম।

২০১৩ সালের ডিসেম্বরে ধানমন্ডি থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলাটি করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।