কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় রাসেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা নাজিরা বাজারে ইউটার্ন নেওয়ার সময় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাসেল দেবিদ্বার উপজেলার পালাসুতো গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির ফিরছিলেন রাসেল। পথে নাজিরা বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান রাসেল। এ ঘটনায় মোটরসাইকেল ও চালক অক্ষত রয়েছে। ঘটনার পর ময়নামতি হাইওয়ে থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।