ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নাশকতার মধ্য দিয়েই বিএনপির জন্ম- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতা দিয়েই বিএনপির জন্ম বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ‘তারা এগুলো করবেই। দলটির নাশকতা বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সজাগ বলেও জানান তিনি। তবে নাশকতা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা নেই বলেও জানান মন্ত্রী।

আজ রোববার (৩১শে ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে বলেই বিএনপি নাশকতা কম করতে পেরেছে’। বিএনপি যাই করুক, এদেশের জনগণ তাদের প্রতিহত করবে বলেও জানান মন্ত্রী।

‘বিএনপি গুপ্তহত্যা চালাতে পারে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজনীতিবিদ হিসেবে তার কাছে তথ্য থাকতেই পারে। তবে গোয়েন্দা বাহিনী সব সময় সতর্ক বলেও জানান তিনি।

বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী জানান, অতীতেও দেখা গেছে এ ধরনের প্রতিষ্ঠানের রিপোর্টের সত্যতা নেই। এ ক্ষেত্রে দেশের মানবাধিকার কমিশনের তথ্যই গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

নাশকতার মধ্য দিয়েই বিএনপির জন্ম- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

নাশকতা দিয়েই বিএনপির জন্ম বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ‘তারা এগুলো করবেই। দলটির নাশকতা বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী সজাগ বলেও জানান তিনি। তবে নাশকতা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা নেই বলেও জানান মন্ত্রী।

আজ রোববার (৩১শে ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে বলেই বিএনপি নাশকতা কম করতে পেরেছে’। বিএনপি যাই করুক, এদেশের জনগণ তাদের প্রতিহত করবে বলেও জানান মন্ত্রী।

‘বিএনপি গুপ্তহত্যা চালাতে পারে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজনীতিবিদ হিসেবে তার কাছে তথ্য থাকতেই পারে। তবে গোয়েন্দা বাহিনী সব সময় সতর্ক বলেও জানান তিনি।

বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী জানান, অতীতেও দেখা গেছে এ ধরনের প্রতিষ্ঠানের রিপোর্টের সত্যতা নেই। এ ক্ষেত্রে দেশের মানবাধিকার কমিশনের তথ্যই গুরুত্বপূর্ণ।