ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ অন্তত ২১ জন নিহত এবং ১১১ জন আহত হয়েছেন। শনিবার (৩০শে ডিসেম্বর) রুশ জরুরি পরিষেবা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বেলগোরোদের অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। শনিবার ইউক্রেন এই শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

বর্তমানে শহরে বিমান হামলার সাইরেন বাজছে। এই হামলার পরপর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বেলগোরোডের পাশেই ইউক্রেনের লুহানস্ক, সুমি ও খারকিভ অঞ্চল। এই তিন অঞ্চলে রাশিয়া গত শুক্রবার সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। রুশ হামলায় ইউক্রেনের ৪১ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেন শাস্তি থেকে রেহাই পাবে না।

অন্যদিকে রুশ বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোড অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া দেশজুড়ে ৩২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ২১

আপডেট সময় : ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ অন্তত ২১ জন নিহত এবং ১১১ জন আহত হয়েছেন। শনিবার (৩০শে ডিসেম্বর) রুশ জরুরি পরিষেবা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বেলগোরোদের অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। শনিবার ইউক্রেন এই শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

বর্তমানে শহরে বিমান হামলার সাইরেন বাজছে। এই হামলার পরপর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বেলগোরোডের পাশেই ইউক্রেনের লুহানস্ক, সুমি ও খারকিভ অঞ্চল। এই তিন অঞ্চলে রাশিয়া গত শুক্রবার সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। রুশ হামলায় ইউক্রেনের ৪১ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেন শাস্তি থেকে রেহাই পাবে না।

অন্যদিকে রুশ বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোড অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া দেশজুড়ে ৩২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর কর্মকর্তারা।