ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মহারাষ্ট্রে শিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভজিনগরে একটি হ্যান্ড গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ওই কারখানাটিতে আগুন লাগে। সেখানে আটকা পড়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ১০ থেকে ১২ জন শ্রমিক কারখানায় ঘুমিয়ে ছিলেন। অনেকেই বেরিয়ে গেলেও ছয় জন শ্রমিক আর বের হতে পারেননি। এছাড়া আরও কয়েকজনকে বাইরে বের করে আনা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দমকলের চেষ্টায় রবিবার সকালের আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার কর্মীরা জানিয়েছেন, রাতে কারখানায় কাজ বন্ধ ছিল। তারা কারখানার ভিতরে ঘুমাচ্ছিলেন। রাত ২টা ১৫ নাগাদ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। স্থানীয়রা জানিয়েছেন, জ্বলন্ত কারখানার ভিতরে অন্তত ১০ থেকে ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

মহারাষ্ট্রে শিল্প কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

আপডেট সময় : ০৭:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভজিনগরে একটি হ্যান্ড গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ওই কারখানাটিতে আগুন লাগে। সেখানে আটকা পড়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ১০ থেকে ১২ জন শ্রমিক কারখানায় ঘুমিয়ে ছিলেন। অনেকেই বেরিয়ে গেলেও ছয় জন শ্রমিক আর বের হতে পারেননি। এছাড়া আরও কয়েকজনকে বাইরে বের করে আনা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দমকলের চেষ্টায় রবিবার সকালের আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার কর্মীরা জানিয়েছেন, রাতে কারখানায় কাজ বন্ধ ছিল। তারা কারখানার ভিতরে ঘুমাচ্ছিলেন। রাত ২টা ১৫ নাগাদ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। স্থানীয়রা জানিয়েছেন, জ্বলন্ত কারখানার ভিতরে অন্তত ১০ থেকে ১২ জন শ্রমিক আটকে পড়েছিলেন। দমকল কর্মীরা তাদের উদ্ধার করেন।