৪৫তম বিসিএসের স্থগিত পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে
- আপডেট সময় : ০৭:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৫২৯ বার পড়া হয়েছে
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৫তম বিসিএসের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহের দিকে হতে পারে। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি মনে করছে, নির্বাচনের পর এই পরীক্ষা নেয়া যাবে। পিএসসির একজন নীতিনির্ধারক গণমাধ্যমে বলেন, লিখিত পরীক্ষা নির্বাচনের পর নেয়া হবে। তবে আমরা ধরে রেখেছি, জানুয়ারির শেষ দিকে এ পরীক্ষা নেয়া হবে। সেটা হতে পারে ২০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে। এই সময়ের মধ্যে পরীক্ষা নেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে পিএসসি।
এর আগে গত ২৪ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তার আগে ২৭ নভেম্বর পরীক্ষা শুরুর সূচি প্রকাশ করেছিল পিএসসি। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।
ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পেরেছেন প্রার্থীরা।
২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। এর মধ্যে প্রকাশিত ফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। শতাংশের হিসাবে তা দাঁড়ায় ৪ দশমিক ৭৭।