ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাপানে ভূমিকম্পে অসংখ্য হতাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের মধ্যাঞ্চলে নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন।

ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সময় ফুরিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হতাহত হয়েছে অসংখ্য। বহু ভবন ধসে গেছে। বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে।

এদিকে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। ভূমিকম্পের ফলে সাগরে সৃষ্টি হয় চার ফুট উচ্চতার সুনামি, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, আগুন ধরে যায় কোথাও কোথাও। আহতও হয়েছেন আরও অনেকে। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। আশঙ্কা করা হচ্ছে, বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

নিউজটি শেয়ার করুন

জাপানে ভূমিকম্পে অসংখ্য হতাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

জাপানের মধ্যাঞ্চলে নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন।

ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সময় ফুরিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হতাহত হয়েছে অসংখ্য। বহু ভবন ধসে গেছে। বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে।

এদিকে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। ভূমিকম্পের ফলে সাগরে সৃষ্টি হয় চার ফুট উচ্চতার সুনামি, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, আগুন ধরে যায় কোথাও কোথাও। আহতও হয়েছেন আরও অনেকে। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। আশঙ্কা করা হচ্ছে, বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।