পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা
- আপডেট সময় : ০৬:৩৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৪২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিজ্ঞ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিলেও পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসনের পাশাপাশি ব্যাটার ডেভন কনওয়ে ও পেসার ম্যাট হেনরি দলে ফিরেছেন।
বিশ্বকাপের পর সতেজ থাকতে লম্বা বিশ্রামে গিয়েছিলেন কনওয়ে। দুই সিরিজ পর অনুমিতভাবেই ফিরলেন তিনি। ফিরেছেন পেসার লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডে অবশ্য উইলিয়ামসন পাঁচ ম্যাচের মধ্যে চারটি খেলবেন। লকি ফার্গুসন খেলবেন তিন আর বেন সিয়ার্স দুই ম্যাচ।
হাঁটুর চোট থেকে সেরে উঠে গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন উইলিয়ামসন। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নেন। কিন্তু সতর্কতা হিসেবে সাদা বলের সিরিজে তাকে খেলানো হয়নি।
১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি হ্যামিল্টন, ডানেডিন ও ক্রাইস্টচার্চে হবে সিরিজের বাকি চার ম্যাচ।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ শোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।