ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তৃতীয় দিনের মতো আইনজীবীদের আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকেই এ কর্মসূচি পালন করছেন তারা।

আজ সকালে ঢাকা আইনজীবী সমিতির সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ করে তৃতীয় দিনের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়। এ সময় ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আইনজীবী আবুল কালাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। কোনো কোনো এজলাসে উপস্থিত থাকলেও মামলার শুনানিতে আমরা অংশ নিচ্ছি না।’

এদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সিএমএম আদালত পর্যন্ত আদালত বর্জনের স্লোগান দিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল করতে দেখা গেছে। তবে আদালতের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আদালতে বিএনপিপন্থি আইনজীবী ছাড়া অন্যান্য আইনজীবীদের বিভিন্ন মামলার শুনানিতে অংশগ্রহণ করতে দেখা গেছে।

এর আগে, গত রোববার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে এক সভায় সারা দেশে আদালত বর্জন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে সোমবার প্রথম দিনের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়। পরে মঙ্গলবার দ্বিতীয় দিনের কর্মসূচি চলে।

গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

তৃতীয় দিনের মতো আইনজীবীদের আদালত বর্জন

আপডেট সময় : ০৬:৩৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকেই এ কর্মসূচি পালন করছেন তারা।

আজ সকালে ঢাকা আইনজীবী সমিতির সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ করে তৃতীয় দিনের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়। এ সময় ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আইনজীবী আবুল কালাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। কোনো কোনো এজলাসে উপস্থিত থাকলেও মামলার শুনানিতে আমরা অংশ নিচ্ছি না।’

এদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সিএমএম আদালত পর্যন্ত আদালত বর্জনের স্লোগান দিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল করতে দেখা গেছে। তবে আদালতের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আদালতে বিএনপিপন্থি আইনজীবী ছাড়া অন্যান্য আইনজীবীদের বিভিন্ন মামলার শুনানিতে অংশগ্রহণ করতে দেখা গেছে।

এর আগে, গত রোববার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে এক সভায় সারা দেশে আদালত বর্জন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে সোমবার প্রথম দিনের আদালত বর্জন কর্মসূচি শুরু হয়। পরে মঙ্গলবার দ্বিতীয় দিনের কর্মসূচি চলে।

গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।