ভূমধ্যসাগর থেকে রণতরী ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৬:২৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগর থেকে রণতরী ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীটি চলতি বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর মোতায়েন করা হয়েছে। দুই মাসেরও বেশি সময় পর রণতরীটি পূর্ব ত্যাগ করবে।
দুই মাসেরও বেশি সময় পর রণতরীটি ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিলো। মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফিরিয়ে নেয়া হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাবে বিমানবাহী রণতরী ও অন্যান্য জাহাজ। ক্যারিয়ার গ্রুপটি ভবিষ্যতে মোতায়েনের জন্য প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পরের দিন নৌবাহিনীকে এই অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।
ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে এটি সেখানে মোতায়েন করা হয়েছিলো। এদিকে, মার্কিন রণতরী প্রতৌআহারের দিনে লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালীর কাছে রণতরী মোতায়েন করেছে ইরান। মার্কিন যুদ্ধজাহাজ থেকে চালানো হামলায় ইয়মেনের ১০ হুতি যোদ্ধা নিহতের পরপরই সেখানে আল-বুর্জ ডেস্ট্রয়ার পাঠালো তেহরান।