ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সমুদ্র ভ্রমণে বেরিয়েছে ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৫৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের তৈরি প্রথম বিলাসবহুল জাহাজ ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’ প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণে বেরিয়েছে। গত সোমবার জাহাজটি সাইহাই থেকে কোরিয়া ও জাপানের পথে রওনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের বিশাল মধ্যবিত্ত শ্রেণিকে আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা দিতেই এ বিলাসবহুল জাহাজটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। জাহাজটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। এতে রেস্তোরাঁ, লাউঞ্জ, সিনেমা হল, সুইমিং পুলসহ অভিজাত জীবনযাপনের সব আয়োজন রয়েছে। জাহাজটিকে দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি প্রধান মাইলফলক হিসেবে বর্ণনা করেছে চীন সরকার।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল এ জাহাজটি ১৬তলা বিশিষ্ট। এর দৈর্ঘ্য ১ হাজার ৬২ ফুট। জাহাজটিতে এক সঙ্গে ৫ হাজারের বেশি মানুষ ভ্রমণ করতে পারবেন। নতুন বছরের প্রথম দিনেই প্রায় ১ হাজার যাত্রী নিয়ে জাহাজটি প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণে বের হয়েছে। সাত দিন ধরে এ প্রমোদতরীটি দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ড হয়ে জাপানের নাগাসাকি ও ফুকোশিমা পর্যন্ত ভ্রমণ করবে।

নিউজটি শেয়ার করুন

সমুদ্র ভ্রমণে বেরিয়েছে ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’

আপডেট সময় : ০৬:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

চীনের তৈরি প্রথম বিলাসবহুল জাহাজ ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’ প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণে বেরিয়েছে। গত সোমবার জাহাজটি সাইহাই থেকে কোরিয়া ও জাপানের পথে রওনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের বিশাল মধ্যবিত্ত শ্রেণিকে আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা দিতেই এ বিলাসবহুল জাহাজটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। জাহাজটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। এতে রেস্তোরাঁ, লাউঞ্জ, সিনেমা হল, সুইমিং পুলসহ অভিজাত জীবনযাপনের সব আয়োজন রয়েছে। জাহাজটিকে দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি প্রধান মাইলফলক হিসেবে বর্ণনা করেছে চীন সরকার।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল এ জাহাজটি ১৬তলা বিশিষ্ট। এর দৈর্ঘ্য ১ হাজার ৬২ ফুট। জাহাজটিতে এক সঙ্গে ৫ হাজারের বেশি মানুষ ভ্রমণ করতে পারবেন। নতুন বছরের প্রথম দিনেই প্রায় ১ হাজার যাত্রী নিয়ে জাহাজটি প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণে বের হয়েছে। সাত দিন ধরে এ প্রমোদতরীটি দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ড হয়ে জাপানের নাগাসাকি ও ফুকোশিমা পর্যন্ত ভ্রমণ করবে।