সহিংস আন্দোলন বিশ্বাস করে না বিএনপি: মঈন খান
- আপডেট সময় : ০৭:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৪২৫ বার পড়া হয়েছে
বিএনপি সহিংস আন্দোলনে বিশ্বাস করেনা, তাই গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এ সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফেরার কথাও জানান তিনি।
আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাব এলাকায় ভোট বর্জনের দাবিতে কৃষক দল আয়োজিত লিফলেট বিতরণ করার পর এসব কথা বলেন মঈন খান। আন্তর্জাতিক বিশ্ব এ নির্বাচনকেও প্রহসনের নির্বাচন হিসেবে দেখছে বলেও দাবি তাঁর ।
এদিকে, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোও একই কর্মসূচি পালন করে। সকাল ১১ টার দিকে প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী সমমনা জোট, পুরানা পল্টন এলাকায় গণতান্ত্রিক বাম জোট, কাকরাইল,বিজয় নগর এলাকায় এলডিপি, গণফোরামসহ আরো কয়েকটি দল এ কর্মসূচি পালন করে। ফার্মগেইট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে গণতন্ত্র মঞ্চ।
এসব কর্মসূচি থেকে ৭ জানুয়ারি ভোট কেন্দ্র না যেতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। সেই সাথে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা।