ডিবি প্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক
- আপডেট সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৪১৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে বৈঠক করেছেন। আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচনে পুলিশের পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান প্রতিনিধি দল। পরে তাদের আপ্যায়ন করান হারুন অর রশীদ। পর্যবেক্ষক দলে ছিলেন–আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।
আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতিনিধিদল গত ২৩ ডিসেম্বর রাতে ঢাকায় আসে। তারা ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে বলে জানা গেছে।