ইরানে হামলার দায় স্বীকার করল আইএস
- আপডেট সময় : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৪৪৩ বার পড়া হয়েছে
ইরানে শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির সমাধির কাছে জোড়া বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এই দায় স্বীকার করে গোষ্ঠীটি। এ নিয়ে টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিও প্রকাশ করে গোষ্ঠীটি।
এর আগে বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শাখা কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ নিহত হন ও আহত হন দুই শতাধিক মানুষ।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদি বলেন, ‘শত্রুরা আমাদের সাথে মনস্তাত্ত্বিক খেলা শুরু করেছে। সবাইকে বলব, আপনারা কোনো গুজবে কান দেবেন না।’
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাহিদি বলেন, কারা এই হামলায় জড়িত, তা তারা জানেন। তবে সবার সামনে প্রকাশ করতে চাচ্ছেন না। এই হামলার সুনির্দিষ্ট ও কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।