এবার মাঠে নামলো বিজিবির র্যাপিড অ্যাকশন টিম
- আপডেট সময় : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৪৬৪ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে মাঠে নেমেছে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে তারা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাংবাদিকদের এ তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।
বিজিবি যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, বিজিবির এই টিম যেকোনো নাশকতা মোকাবিলায় কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ সময় রাজধানী ও আশপাশের জেলায় ১৬১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান মেজর আবরার আল মাহমুদ।
এর আগে গতকাল বুধবার (৩ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ করতে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনী ভোটের আগে, ভোটের দিন ও ভোটের পরে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে দেশব্যাপী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।
এছাড়া সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে এবং সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে ও উপকূলীয় চারটি উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে।