টেস্ট চ্যাম্পিয়নশিপে ম্যাচ বাড়ানোর আহ্বান অস্ট্রেলিয়ার
- আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে
ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের চক্র। ২০২৩-২০২৫ সাল পর্যন্ত চলবে এই চক্র। টেস্ট খেলুড়ে দেশগুলোর নিজেদের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো এই চক্রের অন্তর্ভুক্ত। কমপক্ষে দুই ম্যাচের সিরিজ হলে তবেই সেটি চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। এতেই দেখা দিয়েছে সমস্যা। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) থাকা সিরিজগুলোতে দেখা যাচ্ছে, কোনো কোনো দলের সিরিজে ম্যাচ থাকছে দুটির বেশি। এতে পয়েন্টের দিক থেকে সেসব দলের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
এটি নিয়ে আপত্তি তুলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। তার মতে, চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচ করা উচিত। নিজেদের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
হকলি বলেন, ‘আমরা (সিএ) মনে করি, টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজ কমপক্ষে তিন ম্যাচের হওয়া উচিত। এতে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। সব দলেরই বেশি পয়েন্ট অর্জন করার সুযোগ থাকবে। ফলে, দলগুলোও টেস্ট ক্রিকেটকে আগের চেয়ে ভালোভাবে প্রাধান্য দেবে।’
বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন হকলি। তিনি যোগ করেন, ’আশা করি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ বিষয়টিতে নজর দেবে। তাহলে টেস্ট ক্রিকেট বর্তমানে যে অবস্থানে আছে, সেখান থেকে পরিধি বাড়বে।’