ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

৬০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় পৌঁছেছেন : পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। সোনারগাঁও হোটেলে তাদের প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফ করা হয়।

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা কম প্রশ্ন করেছেন।

তিনি বলেন, আমি তাদের অনেককেই বলেছি, আপনারা আরও প্রশ্ন করতে পারতেন। কম করলেন কেন? এ বিষয়ে তারা (কূটনীতিকরা) জানিয়েছেন, ইসির সঙ্গে তাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা অনেক আপডেটেট, তাই তারা প্রশ্ন কম করেছেন।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা আশ্বস্ত হয়েছেন কি-না, সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।

ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেনসহ প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

৬০ জন বিদেশি পর্যবেক্ষক ঢাকায় পৌঁছেছেন : পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রিডিটেশন পেয়েছেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। সোনারগাঁও হোটেলে তাদের প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফ করা হয়।

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা কম প্রশ্ন করেছেন।

তিনি বলেন, আমি তাদের অনেককেই বলেছি, আপনারা আরও প্রশ্ন করতে পারতেন। কম করলেন কেন? এ বিষয়ে তারা (কূটনীতিকরা) জানিয়েছেন, ইসির সঙ্গে তাদের সব সময় যোগাযোগ হচ্ছে। তারা অনেক আপডেটেট, তাই তারা প্রশ্ন কম করেছেন।

অপর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব জানান, ব্রিফিংয়ে কূটনীতিকরা আশ্বস্ত হয়েছেন কি-না, সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।

ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেনসহ প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।