ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৬ জানুয়ারি সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪১৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭ই জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। ভোটের আগের দিন সকাল ৬টা থেকে ভোটের পরদিন সকাল ৬টা পর্যন্ত হরতাল পালনের ডাক দেয়া হয়েছে। এছাড়া শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে ৬ ও ৭ জানুয়ারি হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল এদিন রাজধানীতে আলাদাভাবে গণসংযোগ করে। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

একই দাবিতে রাজধানীর বাইরে সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, হবিগঞ্জসহ বিভিন্ন জেলাতে ভোট বর্জনে লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতারা।

এদিকে, নির্বাচনের সময় ঘনিয়ে এলেও অবিলম্বে পদত্যাগ করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতারা।

নির্বাচনের বাকি আর মাত্র দু’দিন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবারও ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত ছিল বিএনপি জোট।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ ভুল পথে হাঁটছে, জনগণ তাদের প্রত্যাখান করবে।

উত্তরা রাজউক মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেগুনবাগিচা এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আসন্ন নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা বর্জনে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।

একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

৬ জানুয়ারি সকাল থেকে টানা ৪৮ ঘণ্টা হরতাল

আপডেট সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

৭ই জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। ভোটের আগের দিন সকাল ৬টা থেকে ভোটের পরদিন সকাল ৬টা পর্যন্ত হরতাল পালনের ডাক দেয়া হয়েছে। এছাড়া শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে ৬ ও ৭ জানুয়ারি হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল এদিন রাজধানীতে আলাদাভাবে গণসংযোগ করে। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

একই দাবিতে রাজধানীর বাইরে সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, হবিগঞ্জসহ বিভিন্ন জেলাতে ভোট বর্জনে লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতারা।

এদিকে, নির্বাচনের সময় ঘনিয়ে এলেও অবিলম্বে পদত্যাগ করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতারা।

নির্বাচনের বাকি আর মাত্র দু’দিন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবারও ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত ছিল বিএনপি জোট।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ ভুল পথে হাঁটছে, জনগণ তাদের প্রত্যাখান করবে।

উত্তরা রাজউক মডেল কলেজের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেগুনবাগিচা এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আসন্ন নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা বর্জনে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করতে দেশবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।

একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।