দেশে সহিংসতার ঝুঁকি বাড়বে শঙ্কা আইসিজের
- আপডেট সময় : ০৬:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৪২৭ বার পড়া হয়েছে
ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-আইসিজে বলছে, বাংলাদেশ সঙ্কটময় মুহূর্তে আছে। ক্ষমতাসীন সরকারের গ্রহণযোগ্য প্রতিপক্ষ ছাড়াই তৃতীয় একটি নির্বাচন হতে চলেছে। নিজের সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান দেশে নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঝুঁকি বাড়াবে বলে শঙ্কা আইসিজের।
‘বিয়ন্ড দ্য ইলেকশন: ব্রেকিং বাংলাদেশ’স পলিটিক্যাল ডেডলক’ শীর্ষক ৪৭ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে আইসিজে। এতে সাত জানুয়ারির নির্বাচন ঘিরে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা, বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা, শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয়পক্ষের মতৈক্য দরকার। সেজন্য বাংলাদেশের বিদেশি অংশীদার, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের উচিত হবে দলগুলোকে সে পথে এগোনোর জন্য উৎসাহিত করা।
আইসিজে বলেছে, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়। তাঁর সরকারের অধীনেই ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন নিয়ে সমালোচনা রয়েছে। ব্রাসেলসভিত্তিক সংগঠনটির ধারণা, বিরোধীদের নির্বাচন বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম হতে পারে।