‘নির্বাচনের মাঠে বিএনপি লাল কার্ড পেয়ে পালিয়েছে’
- আপডেট সময় : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৪২২ বার পড়া হয়েছে
নির্বাচনের মাঠে বিএনপি লাল কার্ড পেয়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৭ ই জানুয়ারির নিবার্চনের মাধ্যমে বিএনপিকে চিরতরে লালকার্ড দেখাতে হবে। এদিন ফাইনাল খেলা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এসব বলেন কাদের। এসময় সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি এখন বোমা মারবে, তারেক জিয়া এমন নির্দেশ দিয়েছে।
বিএনপি অপেক্ষা করছে বিদেশি ভিসানীতি, নিষেধাজ্ঞার দিকে। কিন্তু শেখ হাসিনা ভিসানীতি ভয় পায় না। কোনো বিদেশি শক্তির হুমকিধামকির পরোয়া করে না।
কাদের বলেন, ছাত্র রাজনীতিকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় করতে হবে। রাজনীতি ভালো লোকের হাতে থাকলে ভালো হবে, খারাপ লোকের হাতে পড়লে রাজনীতি মূল্যহীন হয়ে পড়বে। ভালো লোক এমপি হলে দেশের উন্নয়ন হবে।
সেতুমন্ত্রী বলেন, চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে। না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে। এসময় রাজনীতিতে মেধাবীদের আসার জন্য আহ্বান জানান কাদের।
ওবায়দুল কাদের বলেন, নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। নেতা হতে হলে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হবে। পড়াশোনা করতে হবে।