০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির আইনজীবীদের ‘আদালত বর্জন’ কর্মসূচি চলছে

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির আইনজীবীদের ‘আদালত বর্জন’ কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েকশ আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। এছাড়াও আইনজীবীদের মাঝে তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

গত ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। ১-৭ জানুয়ারি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সারাদেশে আদালত বর্জনের ঘোষণা দেন তারা। পরবর্তীতে ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে একই কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামি সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

বিএনপির আইনজীবীদের ‘আদালত বর্জন’ কর্মসূচি চলছে

আপডেট : ০৬:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির আইনজীবীদের ‘আদালত বর্জন’ কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে কয়েকশ আইনজীবী অবস্থান নিয়ে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। এছাড়াও আইনজীবীদের মাঝে তারা আদালত বর্জনের লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

গত ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। ১-৭ জানুয়ারি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ সারাদেশে আদালত বর্জনের ঘোষণা দেন তারা। পরবর্তীতে ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে একই কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামি সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।