বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩৪ করে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩১৩ রানের জবাবে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ৪৭ ওভারে ২ উইকেটে ১১৬ করার পর আলোয় স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ১৯৭ রানে পিছিয়ে অজিরা।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে ডেভিড ওয়ার্নার টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাবেন বলে ক্রিকেট ভক্তদের একটা চোখ রয়েছে তার দিকে। কিন্তু ৩৭ বছরের অভিজ্ঞ অজি ওপেনার প্রথম ইনিংসে হতাশ করেছেন।
পাকিস্তানের ৩১৩ রানের জবাব দিতে নেমে আগের দিন ৬ রানে অপরাজিত থাকা ওয়ার্নার ৩৪ করে ফিরেছেন। আগা সালমানের অফস্পিন বল ব্যাকফুটে খেলতে গিয়ে স্লিপে বাবর আজমের চমৎকার ক্যাচে পরিনত হন এই বাঁহাতি ওপেনার। ৮৮ বলে চারটি বাউন্ডারি মেরে গেছেন ওয়ার্নার। ১১২ টেস্টে ২৬ সেঞ্চুরির সঙ্গে ৩৬টি হাফ সেঞ্চুরিতে রান হলো তার ৮ হাজার ৬৯৫। গড় ৪৪ দশমিক পাঁচ-আট। দলীয় ৭০ রানে ওয়ার্নার ফিরে যাওয়ার পর উসমান খাজাও লম্বা করতে পারেননি ইনিংস।
লাঞ্চের পর স্কোর ১০৮-এ রেখে ব্যক্তিগত ৪৭ রানে পেসার আমের জামালের শিকার হন এই ওপেনার। আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে মার্নাস লাবুশেন ২৩, স্টিভেন স্মিথ ৬ রানে অপরাজিত ছিলেন।