ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শুক্রবার সকাল ৮টায় ভোটের প্রচারণা শেষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল শুক্রবার সকাল ৮টায় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে । ওই সময়ের পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন।

আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। বিএনপি ও তাদের মিত্রদের ভোট বর্জনের পরও স্বতন্ত্র প্রার্থীদের কারণে অনেক আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। তাদের সহায়তা দিতে এরই মধ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী ও বিজিবি।

এত আয়োজনের পরও বিভিন্ন স্থানে নির্বাচনী উত্তাপ রয়েই গেছে। গতকাল বুধবারও কয়েকটি স্থানে আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।

নানামুখী হিসাব-নিকাশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন কোনো কোনো প্রার্থী।

যেখানে অনিয়ম, সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া নির্বাচনী প্রচারণার পর্দা নামবে কাল শুক্রবার সকাল ৮টায়। আর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোট গ্রহণ চলবে।

এরই মধ্যে ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শুক্রবার সকাল ৮টায় ভোটের প্রচারণা শেষ

আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

আগামীকাল শুক্রবার সকাল ৮টায় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে । ওই সময়ের পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন।

আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। বিএনপি ও তাদের মিত্রদের ভোট বর্জনের পরও স্বতন্ত্র প্রার্থীদের কারণে অনেক আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। তাদের সহায়তা দিতে এরই মধ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী ও বিজিবি।

এত আয়োজনের পরও বিভিন্ন স্থানে নির্বাচনী উত্তাপ রয়েই গেছে। গতকাল বুধবারও কয়েকটি স্থানে আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।

নানামুখী হিসাব-নিকাশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন কোনো কোনো প্রার্থী।

যেখানে অনিয়ম, সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া নির্বাচনী প্রচারণার পর্দা নামবে কাল শুক্রবার সকাল ৮টায়। আর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোট গ্রহণ চলবে।

এরই মধ্যে ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।