১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২,৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগের দিন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুর্গম এলাকা বিবেচনায় ভোটের আগের দিন ২ হাজার ৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। এছাড়া ভোটের দিন সকালে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। এবার সংসদ নির্বাচনে মোট কেন্দ্র ৪২ হাজার ২৫টি। বৃহস্পতিবার এই তথ্য জানায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়। শেষদিনে সকাল থেকে সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। অলি-গলিতে ভোটারদের কাছে ছুটছেন তাঁরা। চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটের নিরাপত্তায় গত বুধবার মাঠে নামে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে ২৯ ডিসেম্বর মাঠে নামেন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ডের সদস্যরা।

ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা শুক্রবার মাঠে নামবেন। প্রথমবারের মতো এবারের নির্বাচনে সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার যাবে। যাতায়াত পথ বিবেচনায় ২ হাজার ৯৬৪ কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

৭ জানুয়ারি ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২,৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগের দিন

আপডেট : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুর্গম এলাকা বিবেচনায় ভোটের আগের দিন ২ হাজার ৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। এছাড়া ভোটের দিন সকালে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। এবার সংসদ নির্বাচনে মোট কেন্দ্র ৪২ হাজার ২৫টি। বৃহস্পতিবার এই তথ্য জানায় নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়। শেষদিনে সকাল থেকে সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। অলি-গলিতে ভোটারদের কাছে ছুটছেন তাঁরা। চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটের নিরাপত্তায় গত বুধবার মাঠে নামে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে ২৯ ডিসেম্বর মাঠে নামেন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ডের সদস্যরা।

ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা শুক্রবার মাঠে নামবেন। প্রথমবারের মতো এবারের নির্বাচনে সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার যাবে। যাতায়াত পথ বিবেচনায় ২ হাজার ৯৬৪ কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

৭ জানুয়ারি ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।