ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘জ্বালাও-পোড়াও মানুষ খুন বিএনপির একমাত্র গুণ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। জ্বালাও-পোড়াও আর মানুষ খুন হচ্ছে এই দলটির প্রধান গুণ। তবে বিএনপি ভোটে বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। কেননা ভোট মানুষের পবিত্র আমানত ও গণতান্ত্রিক অধিকার।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

বিএনপি অগ্নি সন্ত্রাস করে যাতে দেশের সম্পদ নষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ নগরীর মাইজদার এলাকার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিণত হওয়া নারায়ণগঞ্জের এই জনসভা পরিণত হয় জনসমুদ্রে। নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ জেলার বিভিন্ন এলাকা থেকে জনসভায় যোগ দেন। মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা মাঠ ও সড়কে অবস্থান নেন অসংখ্য মানুষ।

বেলা সোয়া তিনটার দিকে নির্বাচনী জনসভায় উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি। দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জে তাঁর আগমণকে তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত জনতা। তাদের অভিবাদনের জবাব দেন শেখ হাসিনা।

জনসভায় আওয়ামী লীগের লড়াই, সংগ্রাম আর আন্দোলনে নারায়ণগঞ্জবাসীর ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, আগামী দিনে ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জকে স্মার্ট নগরীতে পরিণত করা হবে।

বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ উন্নয়ন করে আর বিএনপি ধ্বংস করে।

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোটে কেউ বাধা দিলে জনগণ রুখে দাঁড়াবে।

নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

‘জ্বালাও-পোড়াও মানুষ খুন বিএনপির একমাত্র গুণ’

আপডেট সময় : ০৫:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। জ্বালাও-পোড়াও আর মানুষ খুন হচ্ছে এই দলটির প্রধান গুণ। তবে বিএনপি ভোটে বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। কেননা ভোট মানুষের পবিত্র আমানত ও গণতান্ত্রিক অধিকার।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

বিএনপি অগ্নি সন্ত্রাস করে যাতে দেশের সম্পদ নষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ নগরীর মাইজদার এলাকার শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিণত হওয়া নারায়ণগঞ্জের এই জনসভা পরিণত হয় জনসমুদ্রে। নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ জেলার বিভিন্ন এলাকা থেকে জনসভায় যোগ দেন। মাঠে জায়গা না পেয়ে আশপাশের খোলা মাঠ ও সড়কে অবস্থান নেন অসংখ্য মানুষ।

বেলা সোয়া তিনটার দিকে নির্বাচনী জনসভায় উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি। দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জে তাঁর আগমণকে তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানান উপস্থিত জনতা। তাদের অভিবাদনের জবাব দেন শেখ হাসিনা।

জনসভায় আওয়ামী লীগের লড়াই, সংগ্রাম আর আন্দোলনে নারায়ণগঞ্জবাসীর ভূমিকার কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, আগামী দিনে ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জকে স্মার্ট নগরীতে পরিণত করা হবে।

বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ উন্নয়ন করে আর বিএনপি ধ্বংস করে।

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ভোটে কেউ বাধা দিলে জনগণ রুখে দাঁড়াবে।

নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।