ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টেস্টে অভিষিক্ত আমের জামেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অ্যানিমাল চলচ্চিত্রের ‘জামাল কুদু’ গানে এখন নাচছেন সবাই। সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছেন সবাই। ওদিকে অস্ট্রেলিয়ায় পারফরম্যান্সের আলোয় সত্যি সত্যি ‘কুদু’ (প্রিয়/ সুন্দর) হয়ে উঠছেন পাকিস্তানের আমের জামাল।

চা বিরতির একটু আগেও ৫ উইকেটে ২৮৯ রান ছিল অস্ট্রেলিয়ার। বিরতি থেকে ফেরা অস্ট্রেলিয়া থেমে গেল ২৯৯ রানে! মাত্র ১৩ বলের মধ্যে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আরেকটু পরিস্কার করে বললে, আমের জামালের ৭ বলের মধ্যে ৪ উইকেট পড়েছে স্বাগতিকদের।

সব মিলিয়ে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই টেস্ট অভিষিক্ত আমের জামেল। পাকিস্তানও পেয়েছে ১৪ রানের লিড।

অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন জামাল। অভিষেক ইনিংসে ৬ উইকেত পেয়েছেন। পরের টেস্টেও দুই ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।

আর সিডনিতে তো জামাল একাই খেলছেন। প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো পেসারদের পিটিয়ে শেষ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছেন জামাল। তাতে সঙ্গী মীর হামজার অবদান ৭।

৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে আমের জামাল পাকিস্তানকে তিন শ পার করে দিয়েছিলেন। কিন্তু জামালের মূল কাজ তো বোলিং।

গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে উসমান খাজাকে আউট করেছিলেন। আজ স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন জুটিটা যখন ম্যাচ পাকিস্তানের নাগালের বাইরে নেওয়ার হুমকি দিচ্ছিলেন তখনই হাজির হন জামাল এবং বাবরে ক্যাচ বানান স্মিথকে। ১৮৭ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে।

কিন্তু মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি ৮৪ রানের জুটিতে আবার দলকে ফ্রন্টফুটে নিয়ে যান। কিন্তু চা বিরতির পর এক ঝোরো স্পেলে আবার আলোটা নিজের দিকে কেড়ে নিলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর হাল ধরেছেন সাইয়ুম আইয়ূব ও বাবর আজম। এই পরিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৫৫ রান পাকিস্তানের।

নিউজটি শেয়ার করুন

টেস্টে অভিষিক্ত আমের জামেল

আপডেট সময় : ০৮:১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

অ্যানিমাল চলচ্চিত্রের ‘জামাল কুদু’ গানে এখন নাচছেন সবাই। সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছেন সবাই। ওদিকে অস্ট্রেলিয়ায় পারফরম্যান্সের আলোয় সত্যি সত্যি ‘কুদু’ (প্রিয়/ সুন্দর) হয়ে উঠছেন পাকিস্তানের আমের জামাল।

চা বিরতির একটু আগেও ৫ উইকেটে ২৮৯ রান ছিল অস্ট্রেলিয়ার। বিরতি থেকে ফেরা অস্ট্রেলিয়া থেমে গেল ২৯৯ রানে! মাত্র ১৩ বলের মধ্যে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আরেকটু পরিস্কার করে বললে, আমের জামালের ৭ বলের মধ্যে ৪ উইকেট পড়েছে স্বাগতিকদের।

সব মিলিয়ে ৬৯ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই টেস্ট অভিষিক্ত আমের জামেল। পাকিস্তানও পেয়েছে ১৪ রানের লিড।

অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন জামাল। অভিষেক ইনিংসে ৬ উইকেত পেয়েছেন। পরের টেস্টেও দুই ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।

আর সিডনিতে তো জামাল একাই খেলছেন। প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো পেসারদের পিটিয়ে শেষ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছেন জামাল। তাতে সঙ্গী মীর হামজার অবদান ৭।

৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে আমের জামাল পাকিস্তানকে তিন শ পার করে দিয়েছিলেন। কিন্তু জামালের মূল কাজ তো বোলিং।

গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে উসমান খাজাকে আউট করেছিলেন। আজ স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন জুটিটা যখন ম্যাচ পাকিস্তানের নাগালের বাইরে নেওয়ার হুমকি দিচ্ছিলেন তখনই হাজির হন জামাল এবং বাবরে ক্যাচ বানান স্মিথকে। ১৮৭ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া চাপে পড়ে।

কিন্তু মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি ৮৪ রানের জুটিতে আবার দলকে ফ্রন্টফুটে নিয়ে যান। কিন্তু চা বিরতির পর এক ঝোরো স্পেলে আবার আলোটা নিজের দিকে কেড়ে নিলেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর হাল ধরেছেন সাইয়ুম আইয়ূব ও বাবর আজম। এই পরিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৫৫ রান পাকিস্তানের।