ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ৬৫৩ বিচারিক ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আজ মাঠে নেমেছেন ৬৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান সরকার বলেছেন, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৫৩ জন।

কর্মকর্তারা আরও জানান, বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য নিয়োজিত থাকবেন।

গণ-প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তাঁরা।

এদিকে টানা ১৭ দিনের নির্বাচনী প্রচার শেষ হয় আজ শুক্রবার সকাল ৮টায়। তবে আগের রাত থেকেই প্রচার-পরবর্তী কাজ শুরু করে দেন প্রার্থীদের কর্মীরা।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন আসন ঘুরে দেখা যায়, নির্বাচনী কার্যালয়ে ভোটার স্লিপ তৈরির কাজ চলছে। যেখানে আছে ভোটার নম্বার, কেন্দ্রের নামসহ নানা তথ্য। এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের বাড়ি গিয়ে। ভোটের দিন কেন্দ্রের বাইরে ক্যাম্প করেও ভোটার স্লিপ বিতরণ করা হবে বলে জানান কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ৬৫৩ বিচারিক ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ০৭:৪০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আজ মাঠে নেমেছেন ৬৫৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান সরকার বলেছেন, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৫৩ জন।

কর্মকর্তারা আরও জানান, বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য নিয়োজিত থাকবেন।

গণ-প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তাঁরা।

এদিকে টানা ১৭ দিনের নির্বাচনী প্রচার শেষ হয় আজ শুক্রবার সকাল ৮টায়। তবে আগের রাত থেকেই প্রচার-পরবর্তী কাজ শুরু করে দেন প্রার্থীদের কর্মীরা।

বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন আসন ঘুরে দেখা যায়, নির্বাচনী কার্যালয়ে ভোটার স্লিপ তৈরির কাজ চলছে। যেখানে আছে ভোটার নম্বার, কেন্দ্রের নামসহ নানা তথ্য। এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের বাড়ি গিয়ে। ভোটের দিন কেন্দ্রের বাইরে ক্যাম্প করেও ভোটার স্লিপ বিতরণ করা হবে বলে জানান কর্মীরা।