ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

উত্তরে জেঁকে বসেছে শীত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদসহ সারাদেশ। কুয়াশার চাদর মুড়ি দিয়ে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে কষ্ট আছে ছিন্নমূল ভাসমান মানুষ।

আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীতে তীব্র শীত বইছে। উত্তরের সীমান্তর্বতী জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। চরাঞ্চলসহ নদীতীরবর্তী এলাকার মানুষ বেশি দুর্ভোগে রয়েছে। ঠাকুরগাঁওয়ে শীত বাড়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।

শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। প্রতিদিনই ঠাণ্ডাজনিত কারণে অনেক শিশু হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছে। এসময়ে শিশুদের বিশেষ যত্ন নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

শীতে কাঁপছে উত্তরের পঞ্চগড়। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

তিনি জানান, গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, সেটি শীতকালের। বাতাসের গতি বেগ বেশি হলে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে। আর দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকায় ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকেই দেশের উত্তরের জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ একদিন, মৃদু শৈত্যপ্রবাহ ৪ দিন রেকর্ড হয়েছে। তাপমাত্রা রেকর্ড হিসেবে দেখা যায়, ৫ জানুয়ারি ৮.৪ ডিগ্রি, ৪ জানুয়ারি ৮.৫, ৩ জানুয়ারি ৭.৪, ২ জানুয়ারি ১০.৭ ও ১ জানুয়ারি ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

নিউজটি শেয়ার করুন

উত্তরে জেঁকে বসেছে শীত

আপডেট সময় : ০৫:৫৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদসহ সারাদেশ। কুয়াশার চাদর মুড়ি দিয়ে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস আর কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে কষ্ট আছে ছিন্নমূল ভাসমান মানুষ।

আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীতে তীব্র শীত বইছে। উত্তরের সীমান্তর্বতী জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। চরাঞ্চলসহ নদীতীরবর্তী এলাকার মানুষ বেশি দুর্ভোগে রয়েছে। ঠাকুরগাঁওয়ে শীত বাড়ায় ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।

শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক মানুষ। প্রতিদিনই ঠাণ্ডাজনিত কারণে অনেক শিশু হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছে। এসময়ে শিশুদের বিশেষ যত্ন নিতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

শীতে কাঁপছে উত্তরের পঞ্চগড়। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

তিনি জানান, গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তর-পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহিত হয়, সেটি শীতকালের। বাতাসের গতি বেগ বেশি হলে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। সে অনুপাতে এ অঞ্চলে এখন শীতের তীব্রতা বেশি হচ্ছে। আর দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকায় ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হচ্ছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যানুযায়ী, ১ জানুয়ারি থেকেই দেশের উত্তরের জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ একদিন, মৃদু শৈত্যপ্রবাহ ৪ দিন রেকর্ড হয়েছে। তাপমাত্রা রেকর্ড হিসেবে দেখা যায়, ৫ জানুয়ারি ৮.৪ ডিগ্রি, ৪ জানুয়ারি ৮.৫, ৩ জানুয়ারি ৭.৪, ২ জানুয়ারি ১০.৭ ও ১ জানুয়ারি ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।