ঝুঁকি বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা
- আপডেট সময় : ১১:১৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ৪২৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে ২৩ হাজার ১১৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রশাসন বলছে ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে ভোটাররা বলছেন, নিরাপত্তা থাকলেও কেন্দ্রগুলো কিছুটা ঝুঁকি থাকছেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের আট জেলায় মোট আসন ৩৯টি। বিভাগের পাঁচ হাজার ৪৩২টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ তিন হাজার ১১৯টি কেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এরই মধ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান বলেন, নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ১১টি জেলার ৫৮টি আসনে মোট কেন্দ্র সাত হাজার ৮৩৪টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র চার হাজার ৭০৯টি। এ ছাড়া দুর্গম ৩৩টি কেন্দ্র।
বরিশাল বিভাগের ছয়টি জেলার ২১টি আসনের দুই হাজার ৮১৮টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ৭৯১টি গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হলেও ভোটারদের মধ্যে আশঙ্কা থাকছেই।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিভিন্ন নির্বাচনী ক্যাম্প ও কেন্দ্রে যত্রতত্র আক্রমণ হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এসব দেখে ভোটাররা একবারে নিশ্চিন্ত থাকতে পারছেন না।
সিলেট বিভাগের চারটি জেলায় আসন ১৯টি। বিভাগের দুই হাজার ৮৯৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র এক হাজার ২৮৮টি।
খুলনা বিভাগের দশ জেলার ৩৬টি আসনের চার হাজার ৯৯৪ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুই হাজার ২০টি। তবে ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা।
খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসিন আরেফিন বলেন, সাধারণ কেন্দ্রগুলোর তুলনায় গুরুত্বপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোতে একজন করে অস্ত্রধারী পুলিশ বেশি থাকবেন।
ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২৪টি সংসদীয় আসনে তিন হাজার ৭৭টির মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১ হাজার ৮৬২টি।
এ ছাড়া রংপুর বিভাগে রয়েছে তিন হাজার ৮৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্রের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।