০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভিডিও কনফারেন্সে ট্রেনে আগুনের ছক করে যুবদল: হারুন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতায় জড়িত দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ যুবদলের ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আরো কয়েকজনকে খুঁজছে ডিবি।

আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে একথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। তাঁর দাবি দুদিন আগে ভিডিও কনফারেন্সে ভোটকেন্দ্রে নাশকতা ও ট্রেনে আগুনের জন্য ছক করে যুবদল। এ সময়ে অন্তত ১২ জন নেতাকর্মী ভিডিও কনফারেন্সে ছিলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের পরিকল্পনা হিসেবে বিএনপির হাইপ্রোফাইল নেতারা ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে প্রথমে আসেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম। এরপর আসেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, একজন দপ্তর সম্পাদক ও কাজী মনসুর। তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-নারায়নগঞ্জ ট্রেন লাইনকে বেছে নেন।

ডিবি প্রধান বলেন, এ ঘটনায় বিএনপি নেতা নবী উল্লাহ নবী অর্থদাতা ও পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা মনসুর হোসেন লালবাগ থানা যুবদলের ৩ কর্মীকে ভাড়া করেন।

হারুনের দাবি, আন্তর্জাতিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই রেলে আগুন। আটককৃতদের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি।

ভিডিও কনফারেন্সে ট্রেনে আগুনের ছক করে যুবদল: হারুন

আপডেট : ১১:২৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতায় জড়িত দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ যুবদলের ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আরো কয়েকজনকে খুঁজছে ডিবি।

আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে একথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। তাঁর দাবি দুদিন আগে ভিডিও কনফারেন্সে ভোটকেন্দ্রে নাশকতা ও ট্রেনে আগুনের জন্য ছক করে যুবদল। এ সময়ে অন্তত ১২ জন নেতাকর্মী ভিডিও কনফারেন্সে ছিলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের পরিকল্পনা হিসেবে বিএনপির হাইপ্রোফাইল নেতারা ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে প্রথমে আসেন মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম। এরপর আসেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, একজন দপ্তর সম্পাদক ও কাজী মনসুর। তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-নারায়নগঞ্জ ট্রেন লাইনকে বেছে নেন।

ডিবি প্রধান বলেন, এ ঘটনায় বিএনপি নেতা নবী উল্লাহ নবী অর্থদাতা ও পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা মনসুর হোসেন লালবাগ থানা যুবদলের ৩ কর্মীকে ভাড়া করেন।

হারুনের দাবি, আন্তর্জাতিকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই রেলে আগুন। আটককৃতদের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি।