নির্বাচন পর্যবেক্ষণ করবেন ২১ হাজার পর্যবেক্ষক
- আপডেট সময় : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ৪৫২ বার পড়া হয়েছে
দেশি ও বিদেশি প্রায় ২১ হাজার পর্যবেক্ষক ও গণমাধ্যকর্মী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিও বেশ। আমন্ত্রিত হয়ে আসা পর্যবেক্ষদের খরচ বহন করবে নির্বাচন কমিশন। পর্যবেক্ষকরা বলছেন, ভোট প্রদানের হার ৪০ শতাংশ হলে যে কেন নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বচন পর্যবেক্ষণে থাকবেন দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যকর্মীরা। ভোটের পরিবেশ দেখতে দেশি ২০ হাজার ৭শ ৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এরমধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষক সংস্থার ২০ হাজার ২শ ৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। আর বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ৪ জন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইয়ের ১২ জন, কমনওয়েলথের ১৭ জন, জাপানের ১৬ জন, ব্রিটেনের ১০ জন, ভারতের একজনসহ মোট ১২৭ জন।
এছাড়া বিদেশি সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, এবিপি, আনন্দ বাজারসহ বিভিন্ন গণমাধ্যমের ৫৯ জন। যেসব পর্যবেক্ষক আসছেন তাদের একটি অংশ আমন্ত্রিত এবং বাকিরা নিজ উদ্যোগে। আমন্ত্রিত পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের খরচ হবে প্রায় দুই কোটি টাকা।
দলীয় সরকারের অধীনে নির্বাচন কতাু সুষ্ঠু হচ্ছে তা দেখবে বিদেশি পর্যবেক্ষকরা। ৪০ শতাংশ ভোট পড়লে নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করে ইলেকশন মনিটরিং ফোরাম মোহাম্মদ আবেদ আলী।
নির্বাচন কমিশনের তরফ থেকে ১৯ জন বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানালেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকরা এবার সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবেন।