ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিয়েছে। কোনো প্রকার ভয়-ভীতি, হস্তক্ষেপ হয়নি। আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ, তারা হলো বাংলাদেশের জনগণ। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।

তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়। নির্বাচনে সব ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নাশকতা ও অগ্নিসংযোগ, ভয়ভীতি উপেক্ষা করে অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই। খোদ যুক্তরাষ্ট্রে কতটা মানবতা, গণতন্ত্র প্রতিপালিত হয় সেটা সবাই জানে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত তাদের দোসররা নির্বাচনে অংশ নেয়নি, প্রতিহত করতে চেয়েছে। তারা অগ্নিসন্ত্রাস করেছে। ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি এবং তাদের সমমনস্করা যে নির্বাচন বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে: কাদের

আপডেট সময় : ০২:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিয়েছে। কোনো প্রকার ভয়-ভীতি, হস্তক্ষেপ হয়নি। আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ, তারা হলো বাংলাদেশের জনগণ। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়।

তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব প্রত্যক্ষ করবে আমাদের জনগণের বিজয়। নির্বাচনে সব ভোটার, নতুন প্রজন্মের ভোটার, নাশকতা ও অগ্নিসংযোগ, ভয়ভীতি উপেক্ষা করে অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও পারফেক্ট গণতন্ত্র নেই। খোদ যুক্তরাষ্ট্রে কতটা মানবতা, গণতন্ত্র প্রতিপালিত হয় সেটা সবাই জানে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত তাদের দোসররা নির্বাচনে অংশ নেয়নি, প্রতিহত করতে চেয়েছে। তারা অগ্নিসন্ত্রাস করেছে। ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি এবং তাদের সমমনস্করা যে নির্বাচন বর্জন করেছে, সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছে।