বড় জয় পেল রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০২:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪২০ বার পড়া হয়েছে
মাঠের পারফরম্যান্সে দারুণ সময় পার করছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও বেশ ছন্দে রয়েছে ক্লাবটি। কোপা দেল রে’র ম্যাচে আরান্দিনার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল মাদ্রিদ। তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি তাদের। শনিবার (৬ জানুয়ারি) এল মন্তেচিলোতে আন্দারিনাকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ।
চার গোলের ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে গোল তিনটি করেন হোসেলু, ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। আরান্দিয়ার পক্ষে গোলটি নাচোর আত্মঘাতী। এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।
ম্যাচের প্রথম গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ভেতরে দুটি গোল করে ম্যাচ লস ব্লাঙ্কোরা ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয়। স্পটকিক থেকে হোসেলু গোল এনে দেওয়ার পর দারুণ এক গোল করেন ব্রাহিম দিয়াজ।
ম্যাচের শেষদিকেও গোলের দেখা পায় স্প্যানিশ ক্লাবটি। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পান রদ্রিগো। তবে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আত্মঘাতী গোল করে বসেন রিয়ালের নাচো।