ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মাগুরায় ভোট দিলেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ৪৩১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান ভোট প্রদান করেছেন। এদিন সকাল ৮টা ১ মিনিটে শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোটদান শেষে গণমাধ্যমের কাছে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন সাকিব। এ সময় তিনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন।

অন্যদিকে, মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংড়া স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।

মাগুরায় আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

মাগুরার দুটি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালি আঁশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছে।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, লাঙ্গল, একতারা, ডাব, সোনালী আশ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানসহ মোট ছয়জন প্রার্থী রয়েছেন।

মাগুরা-১ আসনে ১৫২টি ভোটকেন্দ্রে চার লাখ ৪৮৫ জন ভোটার এবং মাগুরা-২ আসনে ১৪৩টি ভোটকেন্দ্রে তিন লাখ ৮৭ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন।

মাগুরার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাসের বেগ বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারসহ পাঁচ হাজার ৬৮ জন সদস্য নিয়োজিত রয়েছে। এ ছাড়া ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

মাগুরায় ভোট দিলেন সাকিব আল হাসান

আপডেট সময় : ০৬:৩০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান ভোট প্রদান করেছেন। এদিন সকাল ৮টা ১ মিনিটে শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোটদান শেষে গণমাধ্যমের কাছে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন সাকিব। এ সময় তিনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন।

অন্যদিকে, মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংড়া স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।

মাগুরায় আজ সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

মাগুরার দুটি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালি আঁশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছে।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, লাঙ্গল, একতারা, ডাব, সোনালী আশ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানসহ মোট ছয়জন প্রার্থী রয়েছেন।

মাগুরা-১ আসনে ১৫২টি ভোটকেন্দ্রে চার লাখ ৪৮৫ জন ভোটার এবং মাগুরা-২ আসনে ১৪৩টি ভোটকেন্দ্রে তিন লাখ ৮৭ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন।

মাগুরার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাসের বেগ বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারসহ পাঁচ হাজার ৬৮ জন সদস্য নিয়োজিত রয়েছে। এ ছাড়া ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।