চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ২
চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ডিসি নর্থ) মোখলেসুর রহমান।
জানা গেছে, চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলীর কলেজ কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (ডিসি নর্থ) মোখলেসুর রহমান বলেন, সকাল থেকে বেশ ভালোভাবেই ভোটগ্রহণ চলছিল। একটা পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রার্থীর পক্ষের লোকজন জড়ো হয়। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সেখানে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন কোন পক্ষের তা পরে বলা যাবে।